ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুদ রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ১২, ২০২২
লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুদ রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুদ রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা।

লক্ষ্মীপুর: সয়াবিন তেল মজুদ রাখার দায়ে লক্ষ্মীপুর পৌর শহরের চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস শহরের ভক্তের গলিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সয়াবিন তেল মজুদ রাখায় নুর আলম স্টোর, রুপা স্টোর ও রাজ্জাক খান স্টোরসহ মোট চার দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওইসব দোকানে থাকা তেল লোকজনের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মনির হোসেন প্রমুখ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি ও তেল মজুত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করতে পারে সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ১২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।