ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে আহত শিশু তামিমকে বাঁচানো গেল না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ১৩, ২০২২
বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে আহত শিশু তামিমকে বাঁচানো গেল না

খুলনা: খুলনায়  বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে আহত তামিম (৭) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গাস্থ হেলথ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তামিম করিমনগর এলাকার মিঠু আকনের ছেলে। তার বড় বোন জান্নাত বিষয়টি নিশ্চিত করে দোষীদের বিচার দাবি করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে মহানগরীর বয়রা এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের পেছনের দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় করিমনগর এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি আহত হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের পেছন দিকের দেওয়াল জরাজীর্ণ হয়ে গেছে। সেই দেয়াল সংস্কারের জন্য সম্প্রতি দুই পাশের প্লাস্টার খুলে ফেলা হয়ে। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে সেই দেয়ালের প্রায় ১০০ ফুট অংশ ধসে পড়ে।

এদিকে ওজোপাডিকোর পরিচালক ড. মুহা. রফিকুল ইসলাম বিকেল সোয়া ৪টার দিকে বাংলানিউজকে বলেন, দেয়াল ধসে শিশুর মৃত্যু বা আহতের কোনো খবর আমার জানা নেই। এ বিষয়ে কেউ কিছু আমাকে জানায়নি।

>>> আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে তিন শিশু আহত

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৩, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।