ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

জামালপুর: জামালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে।  

সদর উপজেলায় এ বছর ৪ হাজার ৮৪৭ মেট্রিক টন ধান ও ১৬ হাজার ৪৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ ৩৯ টাকা।  

রোববার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সিংহজানী খাদ্য গুদামে এ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।