ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

পি কে হালদারকে ফেরাতে সহযোগিতা করবে ভারত: মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ১৭, ২০২২
পি কে হালদারকে ফেরাতে সহযোগিতা করবে ভারত: মোমেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার (পি কে) হালদারকে দেশে ফেরাতে সব ধরনের সহযোগিতা দেবে ভারত। তাকে ফেরাতে পারলে তার বিরুদ্ধে যেসব চার্জ রয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এদিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৈঠকের পর সাংবাদিকদের মাসুদ বিন মোমেন বলেন, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে পি কে হালদারের বিষয়ে তারা তাদের আইনি প্রক্রিয়া শেষ করতে চায়। তাদের আইনি প্রক্রিয়া শেষ হলে আমাদের জানাবে। এ বিষয়ে ভারত আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।

এছাড়াও ভারতে পি কে হালদারের বিষয়ে কোনো ধরনের ফিন্যান্সিয়াল ক্রিমিনিলিটি থাকলে, সেটা যদি জানায়, সেক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ নেওয়া আরও সহজ হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে বিমানের ফ্লাইট বাড়াতে চাই। আশা করছি, আগামী মাসে দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে। তখন যাতায়াত আরও সহজ হবে।

মাসুদ বিন মোমেন বলেন, আমরা আশা করছি, এ বছরেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই আমাদের অনেক কিছুর প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ১৭, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।