ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ১৭, ২০২২
নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদী: নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টায় শহরের ভাগাটা নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দক্ষিন নওগাঁও এলাকার আমীর হোসেনের ছেলে মামুন হোসেন (২৭), নরসিংদী জেলার রায়পুরা থানার বীর শ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মৃত-জয়নাল আবেদীনের ছেলে মোশারফ হোসেন (৩১) ও সদর থানার বানিয়াদী এলাকার আমীর হোসেনের ছেলে মো. শুভ (১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাগাটা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় মামুন, মোশারফ ও শুভকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের কাছে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে মামুনের বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।