ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ২৩, ২০২২
ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের চার তলার করিডোর থেকে নিচে পড়ে এ বি এম তকি তানভীর (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

তানভীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

নিহতের সহপাঠীরা জানায়, দুপুরের দিকে একটি ভবনের চার তলার করিডোর থেকে নিচে পড়ে যায় তানভীর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থানীয় ক্যাম্পাসের প্রশাসন বিভাগের উপ-পরিচালক কাজী মো. দিলিব কবির বাংলানিউজকে বলেন, দুপুরে যখন ঘটনাটি ঘটে তখন আমাদের বাকি শিক্ষার্থীরা নিচ থেকে তাকে দেখে থামাতে যায়। তবুও সে চার তলার করিডোর থেকে ঝাঁপ দেয়। এটি দুর্ঘটনাবশত কোনো ঘটনা নয়, এটি আত্মহত্যা। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।