ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

মগড়া নদীতে মাথাবিহীন মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ২৭, ২০২২
মগড়া নদীতে মাথাবিহীন মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামে মগড়া নদী দিয়ে ভেসে আসা অজ্ঞাতপরচিয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে খবর পেয়ে পুলিশ এসে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে।

এর আগে, সদর উপজেলার পাশ্বর্বতী লক্ষীগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে মগড়া নদীতে নির্মাণাধীন ব্রিজে এসে লাগে ভাসমান এই মরদেহ। পরে শ্রমিকরা সরিয়ে দিলে নদীর স্রোতে ভেসে আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামে এলে পুলিশ মরদেহটি তীরে নিয়ে আসে।

তবে কোথা থেকে কিভাবে এসেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। লক্ষিগঞ্জ ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন বলেন, আমাদের বাজারের পাশে ব্রিজের কাছে একটি মরদেহ এসে লেগে গেলে শ্রমিকরা সরিয়ে দেয়। এদিকে মরদেহের খবরে গ্রামের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সবুজ বলেন, খবর পেয়েমরদেহ তুলতে ডোমকে ৮০০ টাকা দিয়ে এসেছি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ধারণা করা হচ্ছে মদন অথবা আটপাড়া উপজেলা থেকে মরদেহটি ভেসে আসতে পারে। মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানান ঘটনাস্থলে পরিদর্শন করতে আসা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল।

তিনি আরও জানান, জেলার সংশ্লিষ্ট সকল থানায় খবর দেওয়া হয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা এটিও দেখা হচ্ছে। পিবিআইকে খবর দিয়েছি ফরেনসিকভবে তথ্য উপাত্ত নেয়ার জন্য। মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মে ২৭, ২০২২
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।