ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইজিবাইকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
ইজিবাইকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত 

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় সালমা খাতুন (১০) নামের শিশু নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী চাকুলিয়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ও এক দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার (২৮) রাতে নোহাটা ইউনিয়নের চাকুলিয়া উত্তরপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নোহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান তোরাব বাংলানিউজকে বলেন, চাকুলিয়া গ্রামে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি দেখতে রাস্তায় বের হয়েছিল মেয়েটি। শিশু সালমা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। নোহাটা বাজার এলাকা থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ইজিবাইক চালককে আটক করা হয়েছে।

নহাটা পুলিশ ফাড়ির তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্তছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেম সময়: ০৯২২ ঘণ্টা, মে ২৯, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।