ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাইক্লোন সেন্টার নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ৩১, ২০২২
সাইক্লোন সেন্টার নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

ঢাকা:  উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন সেন্টার নির্মাণে মন্ত্রণালয়কে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলেছে সংসদীয় কমিটি ৷

মঙ্গলবার (৩১ মে) জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়েছে।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি এবং মাসুদ উদ্দিন চৌধুরী বৈঠকে অংশ নেন।

বৈঠকে সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন সেন্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প; বন্যা প্রবণ এবং নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
গাজীপুর জেলার টঙ্গী থানাধীন গুশুলিয়া মৌজায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিগ্রহণকৃত জমিতে মামলা চলমান থাকায় সতর্কতার সঙ্গে মামলাটি পরিচালনা করার জন্য কমিটি সুপারিশ করেছে।  

এ বৈঠকে উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন সেন্টার নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফিজিবিলিটি স্ট্যাডি সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। এছাড়া ইতোপূর্বে গঠিত সাব-কমিটিগুলোর রিপোর্ট দেওয়ার সময় একমাস বৃদ্ধি করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসকে/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।