হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে শোবার ঘর থেকে বিপ্লব ঘোষ (২০) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিপ্লব ঘোষ কানাইপুর গ্রামের বিধুভূষণ দাশের ছেলে ও নবীগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানিয়েছেন, দুপুরে বিপ্লব ঘোষের শোবার ঘর ভেতর থেকে লাগানো দেখে তার বাবা ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে বিপ্লবের বাবা দরজা ভেঙে তার ছেলের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিকেলে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় বিপ্লবের মরদেহটি দাফন করা হয়েছে।
এসআই আবু সাঈদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এক তরুণীর সঙ্গে বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে তিনি আত্মহত্যা করেছেন। নবীগঞ্জ থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ০২, ২০২২
ইআর