ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিবচরে ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ৩, ২০২২
শিবচরে ফেনসিডিলসহ যুবক আটক

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ৭২৬ বোতল ফেনসিডিলসহ মো. সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের উপর থেকে তাকে আটক করা হয়।

আটক সাগর মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান পৌরসভা এলাকার সেন্টু মিয়ার ছেলে।  

শিবচর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শিবচর থানা পুলিশ এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসায়। এ সময় পুলিশের একটি দল বাংলাবাজার ঘাটগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা একজনকে আটক করতে পারলেও অপরজন দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে।

বিকেলে শিবচর থানার উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, পিকআপে করে ফেনসিডিলের বড় চালানটি মুন্সিগঞ্জের সিরাজদিখান যাচ্ছিল। গাড়িটি এসেছে চুয়াডাঙ্গার দর্শনা থেকে। আমরা গাড়ির চালক এবং গাড়িসহ ৭২৬ বোতল ফেনসিডিল আটক করি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।