ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

৪১০ হজ যাত্রী নিয়ে জেদ্দা গেল বিমানের প্রথম ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
৪১০ হজ যাত্রী নিয়ে জেদ্দা গেল বিমানের প্রথম ফ্লাইট

চলতি বছর হজ পালনে ইচ্ছুক ৪১০ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩০০১। রোববার (৫ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।

জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি গন্তব্যে পৌঁছার কথা রয়েছে।

জানা গেছে, ফ্লাইটির যাত্রী সংখ্যা ছিল ৪১৫। তবে, ৫ জন ফ্লাইট মিস করায় ৪১০ যাত্রীকে নিয়েই বিমানবন্দর ছাড়ে বিজি-৩০০১। প্লেন মিস করা যাত্রীদের মধ্যে একজন শেষ মুহূর্তে কোভিড পজিটিভ শনাক্ত হন। বাকি চারজন যথা সময়ে বিমানবন্দরে পৌঁছতে পারেনি। তবে তাদের জেদ্দা যাওয়ার ব্যবস্থা করা হবে।

আগামী ১০ জুন থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা শুরু হবে বলে জানা গেছে। সকাল সাড়ে দশটায় আশকোনা হজ ক্যাম্পে এ তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, টেকনিক্যাল কারণে ভিসা পেতে দেরি হয়েছে। শনিবার থেকে বেসরকারি ফ্লাইটের ভিসা পেতে শুরু করেছি। বেসরকারি ফ্লাইটের প্রথম যাত্রা ১০ তারিখে শুরু হবে।

এবারের হজ ব্যবস্থাপনা বিগত যেকোনো বছরের চেয়ে ভালো। যাত্রীরা সন্তুষ্ট বলেও দাবী করেন বিমান প্রতিমন্ত্রী।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বিমানের কোনো শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা নেই। আমরা অন্যান্যবারের চেয়ে এবার সময় কম পেলেও মাত্র ৩৫ দিনের মধ্যেই ফ্লাইটের সকল কার্যক্রম শেষ করতে পেরেছি।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর হজে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাজীদের চিকিৎসায় ১৩৮ সদস্যের চিকিৎসক দল গঠন করেছে সরকার। এতে ৫৮ জন চিকিৎসক, ৫০ জন নার্স ও ব্রাদার, ২১ জন ফার্মাসিস্ট এবং ৯ জন ল্যাব টেকনিশিয়ান এবং ওটি অ্যাসিস্ট্যান্ট রয়েছেন।

এবার হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজ যাত্রী এক হাজার ২০০ ডলার সঙ্গে নিতে পারবেন। তাদের ক্ষেত্রে প্রচলিত ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।