ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরগুনায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ৯, ২০২২
বরগুনায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ

বরগুনা: বরগুনায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে দরিদ্র সুফলভোগী নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে।

বৃহাস্পতিবার (০৯ জুন) দুপুরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের হাতে এসব বকনা বাছুর তুলে দেওয়া হয়।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফফারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম।

সুফলভোগী প্রান্তিক জেলে এখলাস বলেন, বকনা বাছুর (গরু) পেয়ে আমরা খুশি ও উপকৃত হয়েছি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বাংলানিউজকে জানান, জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য দুই ধাপে উপজলার ২০ জন প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।