ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১০, ২০২২
দৌলতপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সোনা বানু (৪৫) নামের এক গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৭টার সময় আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত সোনা বানু উক্ত এলাকার আলী ইসলামের স্ত্রী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘন্টা, ১০ জুন, ২০২২
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।