ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি বেনজির, সম্পাদক আজম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুন ১০, ২০২২
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি বেনজির, সম্পাদক আজম

ঢাকা: শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার (২০২২-২৩) মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ (বাংলাভিশন) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম (আমার সংবাদ)।

শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদ্য কমিটির ঘোষণা করা হয়।

 

শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রোজিনা ইসলাম (প্রথম আলো), রেজাউল হক রেজা (আনন্দ আলো), মনির হোসেন, (দৈনিক নয়া দিগন্ত) শাহাদাৎ হোসেন শাহীন (দৈনিক গণমুক্তি), সৈয়দ আবদুল গাফফার তপন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)।  

যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা যুথী (ডিবিসি), এফ রহমান রূপক (দৈনিক গণমুক্তি)।

সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (সময় টেলিভিশন), সহ-সাংগঠনিক মাহবুব আলম (ডেইলি সান), জামাল উদ্দিন (বাংলাভিশন),দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (আমার সংবাদ), সমাজকল্যাণ সম্পাদক বিষয়ক, খলিলুর রহমান জুয়েল (এটিএন বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ক জাফর আহমেদ (ডেইলি বাংলাদেশ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিষয়ক রাজিবুল ইসলাম (নাগরিক টেলিভিশন), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (দ্য ডেইলি স্টার) নারী বিষয়ক সম্পাদক জাকিয়া আহমেদ (দৈনিক বাংলা)।  

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক চঞ্চল (দৈনিক যুগান্তর), আতাউর রহমান (দৈনিক সমকাল), আব্দুস সালাম (প্রথম আলো), মহসিন বেপারী (বাসস), হাবিবুর রহমান পলাশ (দৈনিক দেশরুপান্তর), মহিউদ্দিন তুষার (দৈনিক গণমুক্তি)।

এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুইটি পদ শূন্য রাখা হয়েছে।  

এর আগে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি (দৈনিক যুগান্তর সিনিয়র রিপোর্টার)  মোজাম্মেল হক চঞ্চলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার) আতাউর রহমানের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের  উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এমডি বিএম ইউসুফ আলী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ১০, ২০২২
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।