ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় দরিদ্র পরিবারকে বসুন্ধরা গ্রুপের সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুন ১১, ২০২২
নেত্রকোনায় দরিদ্র পরিবারকে বসুন্ধরা গ্রুপের সহায়তা 

নেত্রকোনা: অসহায় হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশে নেত্রকোনায় শুভসংঘের আয়োজনে দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দুটি পরিবারে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা প্রেসক্লাব ভবনের নিচতলায় ছাগলগুলো উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয়।

শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার সভাপতি সোহান আহমেদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান। এ সময় বসুন্ধরা গ্রুপের এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।  

পরে পৌর শহরের হোসেনপুর এলাকার হতদরিদ্র রিকশাচালক কামাল হোসেনের স্ত্রী শামসুন্নাহার ও আটপাড়া উপজেলার ভুগিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ফিরুজা আক্তারের হাতে ছাগলগুলো তুলে দেন প্যানেল মেয়র এসএম মহসিন আলম ও প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।

এ সময় বিতরণ কার্যক্রমে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা সদস্য কালের কণ্ঠের সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, কালের কণ্ঠ শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান, ইটিভি সাংবাদিক মনোরঞ্জন সরকার, মীর মনিরুজ্জামান খুসবুসহ আরও অনেকে।

এছাড়াও শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সহায়তা পেয়ে আনন্দিত উপকারভোগীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সবার জন্য দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।