ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাভারে জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুন ১১, ২০২২
সাভারে জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ

সাভার (ঢাকা): সাভারের পৌরসভা এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে পৌর এলাকার আনন্দপুর সিটি ল্যান্ডের পরিত্যক্ত জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে সেই পরিত্যক্ত জঙ্গলে ময়লা ফেলতে যান পাশের বাড়ির এক নারী। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। প্লাস্টিকের দড়ি দিয়ে মরদেহের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা এসেছেন। তারা পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।