ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত এক

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তর পাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মজিবুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিহত মজিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তরপাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে মজিবুর রহমানে সঙ্গে প্রতিবেশী বুদু সেখের দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার সকালে মুজিবুর রহমান জমিতে গাছ লাগাতে যান। ঘটনার খবর পেয়ে বুদু সেখের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্য কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বুদু সেখ মুজিবুর রহমানকে ধাক্কা মেরে জমিতে ফেলে দিয়ে কাদা পানিতে চেপে ধরেন। ওই অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। ঘটনার পর থেকে ঘাতক বুদু সেখ পলাতক রয়েছে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত গিয়ে মুজিবুরের মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।