ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেশবপুরে ট্রাকচাপায় বিআরডিবিকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
কেশবপুরে ট্রাকচাপায় বিআরডিবিকর্মী নিহত

যশোর: যশোরের কেশবপুরে ট্রাকচাপায় আশরাফ উদ্দিন (৫০) নামে এক বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর পৌর শহরের শহীদ দৌলত বিশ্বাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

আশরাফ খুলনার ডুমুরিয়া সদরের মৃত নওয়াব আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘ দেড় যুগ ধরে বিআরডিবি কেশবপুর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কেশবপুর পৌর শহরে নিজস্ব বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ডাম্পার ট্রাক যশোর থেকে চুকনগর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে (শহীদ দৌলত বিশ্বাস সড়ক) পৌঁছালে দ্রুত গতির ট্রাকটি একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ সময় ট্রাকচাপায় ভ্যানে থাকা যাত্রী আশরাফ ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, কেশবপুর পৌর শহরের টিএনটি মোড় (মাইকেল মোড়) থেকে শুরু করে মধ্যকুল ট্রাক টার্মিনাল এলাকা পর্যন্ত যশোর-সাতক্ষীরা সড়কের ওপর প্রতিনিয়ত অবৈধভাবে বাস, ট্রাক, ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, ইঞ্জিনচালিত ভ্যান পার্কিংয়ের কারণে প্রায় ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ১৪, ২০২২
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।