ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপিদোকে তাগিদ দিলো ঢাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০২২
রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপিদোকে তাগিদ দিলো ঢাকা

ঢাকা: চলতি বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপিদোকে তাগিদ দিয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৪ জুন) রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের এক বৈঠকে এই তাগিদ দেওয়া হয়।

এ দিন যৌথ ওয়ার্কিং গ্রুপের ৫ম বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকের পর মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বছরই প্রত্যাবাসন শুরু করতে চাই। এটা তাদের জানিয়েছি।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য উভয় পক্ষ আলোচনা করেছে।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তিকরণ ও ফেরত যেতে আগ্রহীদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর বাংলাদেশ থেকে জোর দেওয়া হয়।

আগামী দিনে যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চ্যান আই।

এর আগে ২০১৯ সালের মে মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপের ৪র্থ বৈঠক নেপিদোতে অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।