ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় ফেনসিডিলসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
উত্তরায় ফেনসিডিলসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গ্রেফতার আসামিরা হলেন- মো. ফারুক আলী (২৮), মো. মালেক (৪৭) ও মো. রেজাউল করিম (২৬)।

অভিযানে তাদের কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।  

বুধবার (১৫ জুন) দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন আশুলিয়া টু আব্দুল্লাহপুর মহাসড়কের উত্তর পাশে তাসিন সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার দীর্ঘদিন ধরে ফেনসিডিল ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।