ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো খোলপেটুয়ায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০২২
নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো খোলপেটুয়ায়

সাতক্ষীরা: খোলপেটুয়া নদী থেকে মো. আব্দুল হালিম (৩০) নামে মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীর গাজী বাড়ি সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মো. আব্দুল হালিম মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রার কালিনগর (আটির উপর) গ্রামের মো. সলেমান গাজীর ছেলে।  

তার মামা মো. আব্দুল্লাহ জানান, বুধবার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি হালিম। তখন থেকেই নিখোঁজ ছিল সে। সম্প্রতি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিল। তখন পরিবারের সদস্যদের চেষ্টায় প্রাণে রক্ষা পেলেও আজ (শুক্রবার) তার মৃত্যুর খবর পেলাম। প্রথমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে হালিমের বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ  সময়: ২০৩৪ ঘণ্টা, ১৭ জুন, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।