ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

হারিয়ে যাওয়া শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০২২
হারিয়ে যাওয়া শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ

ঢাকা: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এলাকা থেকে একটি শিশু পাওয়া গেছে। ছয় বছর বয়সী শিশুটি এখন পুলিশি হেফাজতে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাজারবাগ ১ নম্বর পুলিশ লাইন্স গেট এলাকায় রমজান নামের শিশুটিকে কান্না করতে দেখে এক ভদ্র মহিলা তাকে পল্টন থানার টহল পুলিশের কাছে দেয়।

টহল পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে নিজের নাম রমজান, বাবার নাম মো. মানিক ও মায়ের নাম শরুফা বেগম বলে জানায়। এর বাইরে সে আর কিছুই বলতে পারেনি।

এ বিষয়ে ডিএমপির পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শিশুটির কোনো স্বজনের সন্ধান পেলে বা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নম্বর-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নম্বর-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।