ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর ইয়ার হোসেন

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে মো. ইয়ার হোসেন (৪০) নামে এক হোটেল কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম বাজার কাওয়ালিপাড়া ইসমাইল হোটেল অ্যাড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

ইয়ার হোসেন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নবগ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই হোটেলে খাবার বিতরণের কাজ করতেন।

পুলিশ জানায়, সকালের দিকে হোটেল খুলে গ্যাসের চুলা ধরিয়ে কাজ শুরু করেছিলেন ইয়ার হোসেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে তার ছিঁড়ে পড়ে। সেই আগুন নেভাতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। এ সময় ওই হোটেলের অন্য কর্মীরা বিদ্যুতের লাইন বন্ধ করে আগুন নেভায়। পরে থানায় খবর দিলে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানার কাওয়ারীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ১৮ জুন, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।