ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জ থেকে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
কেরানীগঞ্জ থেকে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেফতাররা হলেন- মো. মফিজ মিয়া (৩৮), মো. সুমন (৪০) ও মো. রাসেল (৪২)।

অভিযানে তাদের কাছ থেকে ৩১২ বোতল ফেনসিডিল, ৭ কেজি গাঁজা ও ১৬০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রোববার (১৯ জুন) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মফিজ মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে শনিবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী ও ইমামবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩১২ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা ও ১৬০ ইয়াবা ট্যাবলেটসহ সুমন ও রাসেল নামে দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য সাত লাখ দুই হাজার টাকা।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আসামীরা দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা শিকার করে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।