ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪টি ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪টি ঘর

রাঙামাটি: প্রবল বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধসে পড়ে চারটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রোববার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার কেপিএম টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে রাঙামাটিতে প্রবল বর্ষণ হচ্ছে। প্রবল বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় রোববার সন্ধ্যার দিকে হঠাৎ করে কাপ্তাই ইউনিয়নের নতুন বাজারের কেপিএম টিলা এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত তনু দাশের কাঁচা ঘরটি ধসে পড়লে পার্শ্ববর্তী থাকা আরও তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। তবে আনুমানিক কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।