ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকায় ৮ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
ঢাকায় ৮ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

ঢাকা: ঢাকার শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্টেডিয়ামে প্রায় এক হাজার লোকের যোগানুশীলনের মধ্য দিয়ে ৮ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে।  মঙ্গলবার (২১ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী স্বাগত বক্তব্য রাখেন। বাংলাদেশের বিভিন্ন যোগ প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ দিবসের এই উদযাপনে অংশ নেন।  অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, গায়কসহ বিভিন্ন সেলিব্রিটি অংশ নেন।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা বিভিন্ন যোগ এবং যোগাসন প্রদর্শন করেন। এছাড়া অন্যান্য যোগ সংস্থা এবং ইনস্টিটিউটও আজকের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২১, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।