ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সূবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ২২, ২০২২
সূবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্যাহর ছেলে খাইরুল ইসলাম আজাদ (৩৫) ও একই গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. সাজিদ হোসেন পয়েল (২৯)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৩০৯ টাকা জব্দ করা হয়।

এসপি আরও জানান, আটকদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। ওই মামলায় বুধবার (২২ জুন) সকালে তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।