ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ক্রিস্টাল মেথ আইস-ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০২২
টাঙ্গাইলে ক্রিস্টাল মেথ আইস-ইয়াবাসহ আটক ২

টাঙ্গাইল: টাঙ্গাইলে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে মির্জাপুর ক্যাডেট কলেজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. আরিফুজ্জামান পলাশ (৩৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. কামরুজ্জামান শান্ত (২৪)।

ঘটনার দিন বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাংলানিউজকে জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণের) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেনের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।