ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিশুকে কোলে নিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন শরিতুন বেগম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
শিশুকে কোলে নিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন শরিতুন বেগম  শিশুকে কোলে নিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন শরিতুন বেগম 

শরীয়তপুর: সাড়ে তিন বছর বয়সী কন্যা সুমাইয়াকে কোলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে শনিবার (২৫ জুন) জনসভা এলাকায় এসেছেন শরিতুন বেগম (৪০)।  পদ্মাসেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা এলাকার তিনি ।

  

তার বাপ-দাদা ও স্বামীর ভিটা দুটোই গেছে সেতুতে। পাশে জমি কিনে সেখানে থাকেন তিন সন্তান ও স্বামী নিয়ে। জমি হারানোর শোক থাকলেও পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দও কাজ করছে তার মনে।

তিনি বলেন, আমাগো বাড়ির সামনে অনুষ্ঠান আমরা আইমু না, এইডা কোনো কতা। হের পর আবার আমাগো জমিনে পদ্মাসেতু হইছে। হের (প্রধানমন্ত্রী) কেমন কত্ত বড় কইলজা, যেই পদ্মা পার হওনের লাইগা আমরা আল্লার নাম লইতাম, হেনে কি বিরাট ব্রীজ বানাইছে একখান, মাশাল্লাহ। আল্লাহ হেরে হায়াত দারাজ করুক, আমগো এলাকায় এহন নদী ভাঙে না। পুরাই টাউন। কেউ আর পানিতে ডুইব্বা মরবো, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীরে গাড়ি দিয়া যাইতে দেখছি, এইডাই শান্তি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘন্টা, জুন ২৫, ২০২২
ইআর
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।