ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ট্রাকচাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
নগরকান্দায় ট্রাকচাপায় বাইকার নিহত প্রতীকী ছবি

ফরিদপুর: জেলার নগরকান্দায় ট্রাকচাপায় মুরাদ খান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মানিকদহ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উত্তর শাকপালদিয়া গ্রামের মান্নান খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ হোসেন জানান, মুরাদ খান মোটরসাইকেলে করে ফরিদপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মানিকদহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।