ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুতে ছবি তোলায় প্রথম দিনে ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পদ্মা সেতুতে ছবি তোলায় প্রথম দিনে ছাড় ছবি: বাংলানিউজ

পদ্মা সেতুর জাজিরা (মুন্সিগঞ্জ) টোলপ্লাজা থেকে: পদ্মা সেতুর উপরে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৬০ কিলোমিটার। হেলমেট ছাড়া বা মোটরসাইকেলে তিনজন যাত্রা করা নিষেধ।

সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না। এ নিয়মের ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা! 

এমনটাই জানিয়েছেন শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। রোববার (২৬ জুন) দুপুরে পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজায় তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।  

তবে প্রথম দিন হিসেবে রোববার এ বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

উম্মে হাবিবা ফারজানা বলেন, প্রয়োজনের তাগিদেই আমাদের আইন প্রয়োগ করতে হবে। তবে আজ প্রথম দিন বলে এ বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু এরপর থেকে এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৫ জুন) দুপুর ১১টা ৫৮ মিনিটে মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুর জাজিরা প্রান্ত পর্যন্ত আসেন। উদ্বোধনের পর গ্রিন লাইনের একটি বাস সেতু পার হয়। তবে, আনুষ্ঠানিকভাবে রোববার থেকে পদ্মা সেতুতে যান-চলাচল শুরু হলো।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।