ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

চিংড়িতে অপদ্রব্য পুশ, ৪০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
চিংড়িতে অপদ্রব্য পুশ, ৪০ হাজার টাকা জরিমানা ফাইল ছবি

খুলনা: খুলনার কয়রায় অপদ্রব্য পুশ করায় ৪০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে এ কাজে জড়িত থাকায় উপজেলার মদিনাবাদ গ্রামের নুরুল ইসলাম কারিগরের ছেলে সাজিদুল ইসলামকে (৩২) ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুন) সকাল ১০ টায় কয়রা উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে বাগদা চিংড়ি জব্দ ও এ জরিমানা করে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, আটককৃত ব্যক্তি নিজ বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করছিলেন। এসময়  তাকে আটক এবং অপদ্রব্য পুশকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান কালে মেরিন ফিসারিজ কর্মকর্তা (এসসিএমএফপি) বিদ্যুৎ বিশ্বাস, ক্ষেত্র সহকারী, অফিস স্টাফ মহিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৬ , ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।