ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

যাত্রীর চাপে বগি ক্ষতিগ্রস্ত, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ৪ ঘণ্টা আটকে আছে ট্রেন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
যাত্রীর চাপে বগি ক্ষতিগ্রস্ত, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ৪ ঘণ্টা আটকে আছে ট্রেন   বাংলানিউজ ফাইল ছবি

টাঙ্গাইল: অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাড়ে চার ঘণ্টা ধরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে রেলস্টেশনে আটকে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটির ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামতের কাজ চলছিল।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, অতিরিক্ত যাত্রীর কারণে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির পাঁচ/ছয়টি বগির চাকার ওপরে থাকা স্প্রিং নষ্ট হয়ে গেছে। সেগুলো মেরামতের কাজ চলছে। শেষ হলেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।