ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

কয়েক ঘণ্টা পর ঈদ দেওয়া হয়নি বেতন, শ্রমিকরা রাস্তায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
কয়েক ঘণ্টা পর ঈদ দেওয়া হয়নি বেতন, শ্রমিকরা রাস্তায়

নারায়ণগঞ্জ : আর কয়েক ঘণ্টা পর সারা দেশে পালিত হবে ঈদুল আযহা। ঈদ উপলক্ষে যেখানে বিভিন্ন কর্মসংস্থানের বেতনাদি দেওয়া হয়ে গেছে, সেখানে ব্যতিক্রম সিদ্ধিরগঞ্জের বাগদাদ টেক্সটাইল।

তাই প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করেন।

শনিবার (৯ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প স্টেশনের সামনের রাস্তা অবরোধ করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এ কারণে ওই এলাকা দিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শ্রমিকরা জানান, বাগদাদ টেক্সটাইলে তাদের প্রায় ৩০০ জন কাজ করেন। বেশিরভাগ শ্রমিক এখনও বেতন পাননি। মালিকপক্ষ বার বার বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। কয়েক ঘণ্টা পর ঈদ। এখনও বেতন না দেওয়ায় তাদের বাসা ভাড়া দেওয়া হয়নি। খাবার কেনারও টাকা নেই তাদের কাছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

শিল্পাঞ্চল পুলিশ- ৪ নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকরা যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে আমরা সজাগ রয়েছি।

এ বিষয়ে জানতে বাগদাদ টেক্সটাইল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।