ঢাকা, বুধবার, ৬ আষাঢ় ১৪৩১, ১৯ জুন ২০২৪, ১১ জিলহজ ১৪৪৫

জাতীয়

তুচ্ছ ঘটনায় ঋত্বিককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
তুচ্ছ ঘটনায় ঋত্বিককে হত্যা

ময়মনসিংহ : তুচ্ছ এক ঘটনায় ময়মনসিংহ শহরের চকছত্রপুর এলাকায় ঋত্বিক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ঋত্বিক ওই এলাকার মিলন মিয়ার ছেলে। তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার শফিক মিয়ার ছেলে টিপুর (২৩) বিরুদ্ধে।

খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। টিপুকে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বিকেলে পাঁচটায় জুয়া খেলায় বাঁধা দেওয়ায় মিলন মিয়ার সঙ্গে টিপু ঝগড়া হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করা হয়। কিন্তু রাত আটার দিকে এলাকার একটি চায়ের দোকানে পেয়ে মিলনের ছেলে ঋত্বিককে পেছন থেকে ছুরিকাঘাত করেন টিপু।

তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঋত্বিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়লের একটি ছাত্রাবাসে অস্থায়ী পাচক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ০০৪৫ ঘণ্টা, ১২ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।