ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

জুড়ীতে একরাতে ১০ ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
জুড়ীতে একরাতে ১০ ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বেড়েছে চুরির ঘটনা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা।

জুড়ীর সদর জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারের বিজিবি ক্যাম্প চত্বর ফুলতলা সড়ক ও লামাবাজার এলাকায় সোমবার (১৮ জুলাই) দিনগত রাতে একসঙ্গে ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

তবে দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোররা ভেতরে প্রবেশ করলেও ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া তেমন কোনো মালামাল নেয়নি বলে দোকান মালিকরা জানিয়েছেন। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, রাত ২টার পর বিজিবি ক্যাম্প চত্বর এলাকা ফুলতলা সড়কে এস এম ট্রেডাস, মনির ট্রেডাস ও লামাবাজার এলাকার আবুল কাসেম ফার্মেসি, শাহজালাল ফার্মেসি, জে গ্রুফ, ফরিদ ভেরাইটিজ স্টোর, শাহিন মোবাইল সার্ভিস, আক্কাস আলীর পানের দোকান, আরিফের চায়ের টংয়ের দোকানের সামনের সাটারের তালা ভেঙে চোররা ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া চোররা অন্য কোনো মালামাল নেয়নি। মেইন রোডের পাশের দোকানগুলোতে এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, রাতে জুড়ী থানার ওসিকে বাজারে আশপাশের সন্দেহভাজন চোরদের তালিকা দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। উনারা কোনো ব্যবস্থা নেননি। রাতে টহল পুলিশের ব্যবস্থার কথা বলেছিলেন। যদি রাতে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এতগুলো দোকানে চুরি হতো না।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন চোরকে শনাক্ত করা গেছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।