ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

সখীপুরে ট্রাক্টরের ফলার আঘাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
সখীপুরে ট্রাক্টরের ফলার আঘাতে কিশোরের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে জমিতে হাল দেওয়ার সময় ট্রাক্টরের ফালার আঘাতে সুমন আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ সুমনের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।  

সুমন আহমেদ ওই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় সুমন তার বাড়ির পাশে প্রতিবেশীর জমিতে ট্রাফি ট্রাক্টর দিয়ে দিয়ে হাল চাষ করার সময় চালককে সহযোগিতা করার জন্য ট্রাক্টরে উঠে বসে। এ সময় অসাবধানতায় চলন্ত ট্রাক্টরের ফলার নিচে পড়ে যায় সুমন। এতে তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজল বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।