ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুরির অপবাদে মারধর, হাসপাতালে কাতরাচ্ছে পথশিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
চুরির অপবাদে মারধর, হাসপাতালে কাতরাচ্ছে পথশিশু

সাভার (ঢাকা): সাভারে চুরির অপবাদে পথশিশু মনির হোসেনকে (১৪) হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে ফুটপাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে। পরে আহত শিশুকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় হাত-পা বেঁধে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মারধর করা হয় মনিরকে।

আহত মনির হোসেন সাভারের রেডিও কলোনি জামসিং নবি মার্কেট এলাকার ইসমাইলের ছেলে।  

স্থানীয়রা জানান, ভোর রাত থেকে সাভার বাসস্ট্যান্ডে চুরির অপবাদ দিয়ে হাত-পা দড়ি দিয়ে বেঁধে মারধর করে মার্কেট নাসিম ইকবাল, ব্যবসায়ী তোফাজ্জল ও ইউনুস। পরে সেখানকার কেউ একজন জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে দুপুরে কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। অভিযুক্তদেরও সঙ্গে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আহত কিশোরকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসি। তাকে বেধড়ক ভাবে মারধর করা হয়েছে। কিশোরের সঙ্গে তাকে মারধর করা তিনজনকে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ১৯ জুলাই, ২০২২
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।