ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ৫, ২০২৪
আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী ফাইল ছবি

ঢাকা: আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে এ মুহূর্তে সরকার চিন্তা করছে না বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (০৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন, যা নিয়ে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়।

আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্পেশাল কারো জন্য একটা ইউনিভার্সিটি...। হ্যাঁ, আর্মিরা ইউনিভার্সিটি পরিচালনা করছে বা অন্যরা করছে। সেক্ষেত্রে তারা (ডিসি) বলেছে। আপাতত আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমরা করছি। শুধু সরকারি কর্মচারীদের জন্য আলাদাভাবে- এ কনসেপ্ট আমরা নিতে পারছি না। ইউনিভার্সিটি হলে সেটি সবার জন্য হবে। সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনার সুযোগ নিতে হবে। আমরা বিষয়টিকে এভাবেই দেখি।

তিনি বলেন, আমার যতদূর মনে পড়ে, ওখানে (ডিসি সম্মেলন) অনেকগুলো বিষয় এসেছিল। প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন, তখন তারা কথা বলার সুযোগ পান। এটি তাদের জন্য একটা বড় সুযোগ। অনেক বিষয় সেখানে আসে। অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয় উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেন।

ফরহাদ হোসেন বলেন, আমরা সব প্রস্তাবকেই স্বাগত জানাই। তারা প্রস্তাব দিয়েছেন। যখন সময় সুযোগ হবে, বিবেচনায় রাখা হয়েছে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এ মুহূর্তে এটি নিয়ে আমরা চিন্তা করছি না।

মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। বিশ্ববিদ্যালয় হলো বিশ্বজনীন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হলো মুক্ত একটি জায়গা, যেখানে মানুষ জ্ঞান অর্জন করবে, মুক্ত চিন্তা-ভাবনা করবে। মনের বিকাশটা এখানে এসে ঘটবে, সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। সেরকম একটি জায়গা হলো ইউনিভার্সিটি। সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। মেধাবীদের জায়গা হলো ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।