ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিজিবিতে নিয়োগের নামে প্রতারণায় ২ দালাল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বিজিবিতে নিয়োগের নামে প্রতারণায় ২ দালাল গ্রেফতার

সাতক্ষীরা : সাতক্ষীরায় মোটা অঙ্কের টাকা চুক্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সিপাহী পদে লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন ও একই উপজেলার কাঁঠালতলা গ্রামের সুমাল কুমার সানা।  

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাটালিয়ন সদর দপ্তরে ৯৯তম ব্যাচের সিপাহী পদে লোক নিয়োগ চলছে। সোমবার (১৮ জুলাই) দুপুরের দিকে ব্যাটালিয়নের প্রধান গেটের সামনে সুমাল কুমার সানাকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। পরে তাকে আটক করা হয়।

সুমাল কুমারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের বাসিন্দা সনৎ সরকারকে বিজিবির সিপাহী পদে চাকরি দেওয়ার নামে ইকবাল হোসেন নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ১০ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করেছেন। চুক্তি মোতাবেক তাকে দুটি খালি চেক দেন সনৎ সরকার।

সুমালের এসব তথ্য জানার পর মুকুন্দপুরের বাড়ি থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ছয়টি ব্ল্যাংক স্ট্যাম্প ও দুটি খালি চেকও জব্দ করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন চাকরি দেওয়ার নামের প্রতারণার বিষয়টি স্বীকার করেন ইকবাল হোসেন।

দুপুরে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেও জানান এ বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময় : ১৫৪২ ঘণ্টা, ১৯ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।