ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশ দেখে মোটরসাইকেল ও মাদক ফেলে দৌড় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
পুলিশ দেখে মোটরসাইকেল ও মাদক ফেলে দৌড়  ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেন দুই মাদককারবারী

মেহেরপুর: পুলিশ দেখে ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেন দুই মাদককারবারী। পরে ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত মোটরাসাইকেটি জব্দ করে পুলিশ।

 

 শনিবার (২৩ জুলাই) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর বাজারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে রামনগর গ্রামের মোড়ে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেলে দুজন আরোহীসহ আসতে দেখে সিগন্যাল দেওয়া হয়। এ সময় পুলিশ দেখে ওই দুই মাদক কারবারী রাস্তার ওপর মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে মাঠের মধ্যে নেমে পালিয়ে যান।   

ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময় : ১৯২৩ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।