ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় সাংবাদিক জিতুকে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
কুমিল্লায় সাংবাদিক জিতুকে হত্যার হুমকি ইমতিয়াজ আহমেদ জিতু।

কুমিল্লা: দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতুর (৩৫) বাসায় প্রবেশ করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।  এ সময় বাড়ির বাইরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে তারা।

 

রোববার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হামলা ও হুমকির ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ইমতিয়াজ আহমেদ জিতুর নগরীর কাশারীপট্টি এলাকার বাসায় ৩টি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা ৯ ব্যক্তি প্রবেশ করে। ওই সময় জিতু কুমিল্লা প্রেসক্লাবে অবস্থান করায় তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালিজ করে বাসার বাইরে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে মোটরসাইকেলে করে চলে যায় তারা।
 
এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে আমি প্রেসক্লাবে ছিলাম। মোবাইল ফোনে হামলা ও গুলিবর্ষণের কথা শুনে বাসায় আসি। পরে পরিবার ও স্থানীয়দের কাছে জানতে পারলাম ৩টি মোটরসাইকেলে করে ৯ জন বাসায় এসেছিল। তারা আমাকে না পেয়ে গালাগালি করে বাইরে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।  

এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। পুলিশ টহল অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।