ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

তুরাগে নৌকা ডুবি, ৪ ঘণ্টা পর মিলল অন্তঃসত্ত্বার লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
তুরাগে নৌকা ডুবি, ৪ ঘণ্টা পর মিলল অন্তঃসত্ত্বার লাশ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় তুরাগ নদে নৌকা ডুবির ঘটনার চার ঘণ্টা পর রোজিনা বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ নদের আশুলিয়ার তৈয়বপুর অংশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ৮টার দিকে তৈয়বপুর অংশে ৩০-৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে সবাই তীরে উঠে আসলেও নিখোঁজ হন রোজিনা বেগম।

রোজিনা রংপুরের বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার তৈয়বপুর থেকে জিরাবো যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই তীরে উঠে আসতে পারলেও নিখোঁজ হন রোজিনা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে রোজিনার মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার ইদ্রিস হোসেন বলেন, ডুবুরিরা নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজের আর কোনো তথ্য না থাকায় অভিযান সমাপ্ত করা হয়েছে। নদে কোনো স্রোত বা ঢেউ ছিল না, মূলত নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ২৫ জুলাই, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।