ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় সুতাপল্লিতে আগুন: অর্ধ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
বগুড়ায় সুতাপল্লিতে আগুন: অর্ধ কোটি টাকার ক্ষতি

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় চাদর ও সুতার জন্য বিখ্যাত শাঁওইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে আগুন লেগে সুতার প্রায় ১০টি দোকান ভস্মীভূত হয়।

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা ও বাজার কমিটির সভাপতি আতোয়ার শেখ জানান, বৃহস্পতিবার ভোরে শাঁওইল বাজারের রায়হান শেখের সুতা মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৮ থেকে ১০টি সুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় দের ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মার্কেটের মালিক রায়হান শেখ ও মার্কেটের দোকানিরা জানান, সব মিলিয়ে তাদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন জানান, ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৮টি দোকানের প্রায় ৪০ লক্ষাধিক টাকার সুতা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।