ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

হত্যা মামলায় ফাঁসির আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
হত্যা মামলায় ফাঁসির আসামি গ্রেফতার ছবি প্রতীকী

ঢাকা: মানিকগঞ্জের দৌলতপুরে গর্ভবতী স্ত্রী নিপা আক্তার ও তার ৩ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী জাকিরকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা জেলার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানিকগঞ্জের দৌলতপুরের গর্ভবতী গৃহবধূ নিপা ও তার ৩ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকিরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
এমএমআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।