ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাস্তায় দেয়াল তুলে চলাচলে প্রতিবন্ধকতা, বিসিসির অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
রাস্তায় দেয়াল তুলে চলাচলে প্রতিবন্ধকতা, বিসিসির অভিযান

বরিশাল: বরিশাল নগরের স্বরোডস্থ নতুন বাকলার পেছনে জনসাধারণের চলাচলের রাস্তায় দেয়াল তুলে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন।

বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ওই দেয়াল অপসারণ করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শকের দায়িত্বে থাকা তাজমির হোসেন বাপ্পীসহ অভিযানে অংশ নেওয়া অন্যান্যদের বরাত দিয়ে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বরোড নতুন বাকলার পেছন এলাকার জনৈক সহিদুল আলম মাতুব্বর জনসাধারণের চলাচলের রাস্তা আটকে একটি দেয়াল নির্মাণ করেন। এব্যাপারে

ভুক্তভোগী স্থানীয়রা লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর উচ্ছেদ শাখা থেকে ওই অবৈধ দেয়াল অপসারণের জন্য শহিদুল আলম তালুকদারকে নোটিশ

দেওয়া হয়। কিন্তু তিনি এতে কোনো ভ্রুক্ষেপ না করায় তাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।

তাতেও কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল পরিচালিত এক অভিযানে ওই দেয়াল অপসারণ করে জনগণের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এমএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।