ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ফের বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
কেরানীগঞ্জে ফের বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে ফের বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করার পর ধ্বংস করা হয়েছে।  

শুক্রবার (৫ আগস্ট) রাত ৮ থেকে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা।

 

এসময় খুলনা থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার একশো কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। পরে পাগলা কোস্টগার্ড অফিসের পাশে চিংড়িগুলো ডিজেল মিশিয়ে মাটিতে পুতে ধ্বংস করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বিভিন্ন গাড়িতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস ও পাগলা কোস্টগার্ড। এসময় যাত্রীবাহী একটি বাস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র চিফ পেটি অফিসার এম মাহবুবুর রহমান, পেটি অফিসার এম রবিউল ইসলামসহ অনেকে।

এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) ৬০ লাখ টাকা মূল্যের ৫ টন জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।