ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

আমদানি পণ্যের ট্রাকে মিলল ফেনসিডিল-ওষুধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
আমদানি পণ্যের ট্রাকে মিলল ফেনসিডিল-ওষুধ 

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে আমদানি পণ্য বোঝাই ভারতীয় একটি ট্রাক থেকে ৫৯৯ বোতল ফেনসিডিল, ভারতীয় ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে বেনাপোল বন্দরে মাইক্রোসেল পিটি পণ্যবাহী ট্রাক থেকে এসব জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

 

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, বেনাপোল বন্দরে আমদানি করা মাইক্রোসেল পিটি নিয়ে আসা একটি ভারতীয় ট্রাকে বিপুল মাদক ও ওষুধ রয়েছে- এমন খবর পেয়ে ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজের মধ্যে নিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ওই ট্রাকে ৫৯৯ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ইনজেকশন পাওয়া যায়।  

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, ঢাকার স্মার্ট লাইফ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান বৈধ মাইক্রোসেল পিটি আমদানি করে। পণ্যটি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে বেনাপোল সুজুতি এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। পরে জানা যায়, বৈধ পণ্যের আড়ালে বিপুল মাদকের চালান আনা হয়েছে। তল্লাশি করে এসব অবৈধ মাদক, ওষুধ ও ইনজেকশন পাওয়া যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।