ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মগবাজার ওয়্যারলেস রেলগেটে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
মগবাজার ওয়্যারলেস রেলগেটে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেটে ট্রেনের ধাক্কায় শামীম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।

শামীম ময়মনসিংহের ধোবাউরা উপজেলার চন্দ্রিকান্দা গ্রামের দিনমজুর রুবেল হোসেনের ছেলে। দু’ভাইয়ের মধ্যে সে ছিল বড়। শিশুটির মা তাসলিমা আক্তার অন্যের বাসায় কাজ করেন। স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণিতে পড়তো শামীম।

শামীমের প্রতিবেশী খালা মরিয়ম বেগম জানান, তারা মগবাজার ওয়্যারলেস গেট পোড়া বস্তিতে থাকেন। দুপুরে ওয়্যারলেস গেটের ডাক্তার গলিতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল সে। খেলার এক ফাঁকে দৌঁড়ে ডাক্তার গলির মুখে রেললাইনে চলে যায় শামীম। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তেজগাঁও গামী ট্রেনটি চলে আসে এবং ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে লাইনের একপাশে পড়ে যায় সে। তখন স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যায় শামীম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।